বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে কাতারের তীব্র নিন্দা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২১ ২১:৪২:৪৯
ছবি: সংগৃহীত।

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। মঙ্গলবার কাতারের শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড “গণহত্যা ছাড়া আর কিছু নয়” এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
আমির বলেন, “গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসন যুদ্ধবিরতির চুক্তিকে পদদলিত করেছে। তাদের উদ্দেশ্য হলো অঞ্চলটিকে জনশূন্য করে দেওয়া এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ চালিয়ে যাওয়া। এ ছাড়া আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ইহুদিকরণের চেষ্টাও এক ভয়াবহ আগ্রাসনের নমুনা।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ট্র্যাজেডির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারছে না। গণহত্যার দায়ে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতেই হবে।”
আমির তার বক্তব্যে দোহায় ইসরায়েলি হামলার ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, “মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা কাতারের রাজধানীতে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির চরম লঙ্ঘন করেছে। এটি আসলে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরই উদাহরণ।”
কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা উপত্যকা ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের মাধ্যমে ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করছে।

কীওয়ার্ডস:
কাতার ইসরায়েল সংঘাত, গাজা যুদ্ধবিরতি, শেখ তামিম বিন হামাদ


এ জাতীয় আরো খবর