বুধবার, অক্টোবর ২২, ২০২৫

রা ব বা নী স র কা র

  • বাম পাঁজরের হাড়
  • ২০২৫-১০-২১ ২০:৪২:৩৬

হাড়টি বাঁকা বক্ষ পিঞ্জরে
মেরুদণ্ড থেকে সৃষ্টি হয়ে তরুণাস্থির সাহায্যে
স্তনাস্থির সাথে যুক্ত থাকে ----
সুরক্ষা দেয় আমার হৃৎপিণ্ড ও ফুসফুসকে।
বাঁকা চাঁদের মতোই তার স্থিতি স্নিগ্ধ কিরণে
লাঙলও বাঁকা যেমন উৎকর্ষ আনে জমিনে,
ফুল ফসলে ভরে দেয় সংসার মঙ্গল কর্মে।
তবু সে হাড় বাঁকা -- সোজা হয় না জীবনে
যদি বলি পাহাড়ে যাবো, সে যেতে চায় সাগরে
আমি যেতে চাই মাঠে, সে চায় শানবাঁধা ঘাটে।
মা হাওয়া বাঁকা, সে-ও বাঁকা সারা জনম ধরে
বাবা আদমের সুরতে আমি যাচ্ছি যুদ্ধ করে।


উৎসর্গ -- নন্দা সরকার

 


এ জাতীয় আরো খবর