তুমি হাসলেই জেগে ওঠে মরা নদী
কুলকুল শব্দে উচ্ছ্বাসে আছড়ে পড়ে কূলে।
আড়মোড়া ভেঙে মাথা তোলে ঘুমন্ত পাহাড়
বহু পথ পেরিয়ে ছুটে আসে বলাকা।
রুদ্র আরও উজ্জ্বল হয়
মেঘেরা চঞ্চল, ছোটে উদ্বেলিত মনে।
বিষণ্ন মাঝি বসে থাকা নৌকায়
বইঠা হাতে ছোটে নায়ের পানে।
অলসতা ভুলে বাঁশি তোলে হাতে
হাসির সাথে বাঁশির সুরে দিগন্ত হয় খুশি।
গাছের ডালে নাচতে থাকে নবীন টিয়া
পেখম মেলে অস্থির ময়ূরের দল।
আহ্! কী অদ্ভুত সুন্দর তোমার হাসি
নিমেষেই জীবন্ত হয়ে ওঠে সমস্ত প্রকৃতি।