প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনটি হবে বাংলাদেশের গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ডব্লিউএফএফ সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট অধ্যাপক ইউনুসকে কপ৩০ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি সেই সময় দেশের নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।
অধ্যাপক ইউনুস বলেন, “এই নির্বাচন হবে বাস্তব পরিবর্তনের সূচনা। এটি গত ১৬ বছরে প্রথমবারের মতো একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যা জনগণের আস্থা পুনর্গঠনে ভূমিকা রাখবে।”
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। অধ্যাপক ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা লুলা গ্রহণ করেন এবং ফেব্রুয়ারির মধ্যেই সফরের আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয় এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ মডেল থেকে শেখার আগ্রহ প্রকাশ করে। বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল প্রসঙ্গে হাস্যরস ভাগ করে নেন। অধ্যাপক ইউনুস বলেন, “বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই ব্রাজিল সমর্থক আছে।”
কীওয়ার্ডস:
মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ নির্বাচন, ব্রাজিল প্রেসিডেন্ট