বুধবার, অক্টোবর ২২, ২০২৫

যুক্তরাষ্ট্র-সৌদি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্তের পথে,এমবিএসের সফরে স্বাক্ষরের সম্ভাবনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২০ ০৯:১৯:১১
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পথে অগ্রসর হচ্ছে সৌদি আরব। চুক্তিটি কার্যকর হলে এক দেশের ওপর আক্রমণকে অন্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে-এমন ধারা এতে অন্তর্ভুক্ত হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে,আগামী মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এর ওয়াশিংটন সফরের সময় চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে বলা হচ্ছে, প্রস্তাবিত এই চুক্তি ‘বৃহৎ পরিসরের’ হবে এবং এতে দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার করা হবে। যদিও ওয়াশিংটন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা তাদের আঞ্চলিক কৌশলের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে একটি অনুরূপ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। ধারণা করা হচ্ছে, সৌদি চুক্তিটিও সেই মডেল অনুসারে তৈরি হতে পারে। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, 'যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষরিত হওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো সব বিস্তারিত চূড়ান্ত নয়।'
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে। এমবিএস এর লক্ষ্য-দেশটির অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা।
তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নটি এখনো এই আলোচনায় বড় বাধা হয়ে আছে। সৌদি যুবরাজ স্পষ্ট করেছেন-ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক স্বীকৃতি দেওয়া হবে না।

কীওয়ার্ডস:
সৌদি যুক্তরাষ্ট্র চুক্তি, এমবিএস ট্রাম্প, প্রতিরক্ষা সহযোগিতা


এ জাতীয় আরো খবর