বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ম ম তা জ ত প ন

  • অচিনপুরের চড়ুইপাখি
  • ২০২৫-১০-২১ ২০:৪৭:১৯

অচিনপুরের চড়ুইপাখি 
দূরদেশের এক গল্প খুঁজে
মুখেরদিকে চেয়ে থেকে
ভালোবাসার গল্প বুঝে।
 
একটু আশায় বুকটা বাঁধে
এই তো তরী কূলে ভিড়ে,
নতুন কোনো স্বপ্নে দেখে
স্বপ্ন আঁকা সুখের নীড়ে।

চলার পথে হাজার বাধা
জংলা পথে ভীষণ কাঁটা, 
নতুন পথে পা' বাড়িয়ে 
সে' পথে আর হয় না হাঁটা।

পেছনে আর ফিরবে কেন 
কোন ভরসায় ! কার-বা আশে
ভালোবাসার অভাব যখন 
নিত্য ঘুরে আশেপাশে। 

ভাবনা যদি আমায় খোঁজে 
দোষ কী বলো আমার তাতে
ইচ্ছে করেই দিচ্ছি সুযোগ 
কী লাভ নীরব অশ্রুপাতে !


এ জাতীয় আরো খবর