আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনর সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটের দিন সারা দেশে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য এবং প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বৈঠকে নির্বাচনের সময় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ইসি সচিব বলেন, “ভোটের পরিবেশ অনুকূলে আছে। সেনা ও পুলিশ ছাড়াও প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন।” তবে সেনাবাহিনীকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের অধীনে নাকি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিয়োগ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সচিব বলেন, “সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তবে লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধারে কাজ চলছে।”
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
কীওয়ার্ডস:
ত্রয়োদশ জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশন, সেনা-পুলিশ দায়িত্ব