ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বর্তমানে ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তাই যুদ্ধ চালিয়ে না গিয়ে উভয় পক্ষকে যুদ্ধবিরতির পথে এগিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এখন সময় এসেছে যুদ্ধ বন্ধ করার। সবাইকে ঘরে ফিরে যাওয়া উচিত এবং মানুষ হত্যা বন্ধ করা উচিত। শান্তির পথে না গেলে সমাধান অসম্ভব হয়ে পড়বে।”
ট্রাম্পের মতে, ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধের সমাপ্তি সম্ভব নয়। তিনি বলেন, “যা আছে, তেমনই রেখে দাও। ইউক্রেনের ৭৮ শতাংশ অংশ এখন রাশিয়ার হাতে। ভবিষ্যতে আলোচনার টেবিলে এর সমাধান আসতে পারে।”
এর আগে ইউক্রেন তাদের হারানো জমি পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞা জানিয়েছিল। তবে ট্রাম্প বিশ্বাস করেন, যুদ্ধ নয়-আলোচনাই হতে পারে স্থায়ী সমাধানের পথ। তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন, যদিও নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
কীওয়ার্ডস:
ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া দখল