বুধবার, অক্টোবর ২২, ২০২৫

গাজায় হামাসের ঘাঁটিতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, ১৫৩ টন বোমা বর্ষণ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২১ ১০:১৮:৪৭
ফাইল ছবি

গাজায় নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে রোববার রাতে ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫৩ টন বোমা নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার দেশটির পার্লামেন্ট ‘নেসেট’-এ দেওয়া এক বক্তৃতায় এ তথ্য জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, “আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। তবে শান্তি কেবল শক্তির মাধ্যমেই প্রতিষ্ঠা সম্ভব, দুর্বলতার নয়। আজ ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে।”
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর পাল্টা অভিযানে গাজার একাধিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করে জানায়, ইসরায়েল একতরফাভাবে আগ্রাসন চালিয়ে গাজায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

কীওয়ার্ডস:
ইসরায়েল গাজা হামলা, হামাস সংঘাত, নেতানিয়াহু বক্তব্য


এ জাতীয় আরো খবর