বুধবার, অক্টোবর ২২, ২০২৫

শেষ বলে হারের হতাশা,তবু আশাবাদী মিরাজ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-২১ ২১:২৭:০৩
ছবি: সংগৃহীত।

শেষ বলটি পড়তেই মিরপুরের গ্যালারি নিস্তব্ধ হয়ে যায়-বাংলাদেশের হার মাত্র ১ রানে। জয় ছিল হাতের নাগালে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে সিরিজে সমতা মেনে নিতে হলো মেহেদী হাসান মিরাজের দলকে।
তবুও হাল ছাড়েননি বাংলাদেশ অধিনায়ক। ম্যাচশেষে মিরাজের কণ্ঠে শোনা গেল দৃঢ় প্রত্যয় আর আত্মবিশ্বাসের সুর।
“সুপার ওভার আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। সবাই লড়েছে শেষ পর্যন্ত। মুস্তাফিজ দারুণ বল করেছে, ওর ওপর পূর্ণ আস্থা ছিল আমাদের। হেরেছি অল্প ব্যবধানে, কিন্তু আমরা গর্বের সঙ্গেই মাঠ ছেড়েছি,” বলেন মিরাজ।
তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের প্রশংসায়ও ভাসান তিনি। “এই পিচে ব্যাট করা সহজ ছিল না, কিন্তু রিশাদ যেভাবে ব্যাট করেছে তা অসাধারণ। গুরুত্বপূর্ণ সময়ে দলের জন্য বড় ভূমিকা রেখেছে সে।”
রিশাদ ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ৩৯ রান করেন এবং বল হাতে নেন ৩ উইকেট, যা ম্যাচটিকে শেষ পর্যন্ত রোমাঞ্চকর করে তোলে।
শেষ ওভারে সাইফ হাসানকে বল দেওয়ার কারণ ব্যাখ্যা করে মিরাজ বলেন, “শেষ ওভারে তেমন বিকল্প ছিল না। আমরা ভেবেছিলাম, একটা উইকেট পেলেই ম্যাচ ঘুরে যাবে। শেষ বলের ক্যাচটা যদি ধরা যেত, আমরা জয়ী হতাম।”
হারের পরও হতাশ নন মিরাজ। বরং চোখ এখন সিরিজের শেষ ম্যাচে। “সবাই দারুণ খেলেছে। জয় পাইনি, কিন্তু মনোবল হারাইনি। সামনে এখনও সুযোগ আছে, আমরা নতুন উদ্যমে ফিরব।”
মিরপুরে ২৩ অক্টোবরের তৃতীয় ওয়ানডে এখন বাংলাদেশের জন্য নতুন আশার প্রতীক হয়ে উঠেছে-যেখানে মিরাজের নেতৃত্বে আবারও জয়ের গল্প লিখতে চায় টাইগাররা।

কীওয়ার্ডস:
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, মেহেদী হাসান মিরাজ, সুপার ওভার


এ জাতীয় আরো খবর