আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন যদি সত্যিই সবার কাছে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে এখনই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক কাঠামোয় রূপ দিতে হবে।”
তিনি আরও বলেন, প্রশাসনে এখনো এমন কর্মকর্তারা রয়েছেন যারা আগের সরকারের স্বার্থে কাজ করছেন। তাদের বদলি করে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের অনুরোধ জানিয়েছে বিএনপি। একইভাবে জেলা প্রশাসনেও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যেন নতুন পুলিশ নিয়োগ ও পদোন্নতিতে নিরপেক্ষতা নিশ্চিত করা হয় এবং বিচার বিভাগেও স্বাধীন ও নিরপেক্ষ বিচারকদের দায়িত্ব দেওয়া হয়।”
বৈঠকে বিএনপি নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামো পুনর্গঠন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।
কীওয়ার্ডসঃমির্জা ফখরুল, তত্ত্বাবধায়ক সরকার, ত্রয়োদশ নির্বাচন