বুধবার, অক্টোবর ২২, ২০২৫

পাকিস্তানের হামলায় নিহত ৩ ক্রিকেটার, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-১৮ ০৯:৩৯:৪১
ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানি হামলার পর থেকেই পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগন জেলায় আবারও বিমান হামলা চালায় পাকিস্তান। আফগান সরকারের দাবি, এতে ৩ জন ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন।
নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে এক বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিবৃতিতে বলা হয়, “উরগন জেলার তরুণ ক্রিকেটারদের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলায় শহীদ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।”
এসিবি জানায়, নিহত তিন ক্রিকেটার হলেন কাবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ গ্রামে ফেরার পথে পাকিস্তানি বিমান হামলার শিকার হন তারা। বোর্ড জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনা আফগানিস্তানের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ঘটনার পর এসিবি শহীদদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানিয়েছে, এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আফগানিস্তান আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করেছে। সেই সিরিজে পাকিস্তানও অংশগ্রহণকারী দল ছিল। বোর্ডের মতে, এই সিদ্ধান্ত আফগান জাতির মর্যাদা, মানবিকতা ও ক্রীড়ার নৈতিক মূল্যবোধ রক্ষার প্রতীক।
এই হামলার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও সংকটময় পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কীওয়ার্ডস:
আফগানিস্তান পাকিস্তান সংঘাত, বিমান হামলা, নিহত ক্রিকেটার


এ জাতীয় আরো খবর