শেষ ১২ বলে ১২ রান-সমীকরণটা ছিল সহজ, জয় প্রায় নিশ্চিত। কিন্তু ক্রিকেটে নিশ্চিত বলে কিছু নেই-এ কথার প্রমাণ দিলেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তার এক ওভারেই ইতিহাস গড়ল নাটকীয়তা-বাংলাদেশ নারী দল হাতছাড়া করল প্রায় জেতা ম্যাচটি।
রোববার (১৯ অক্টোবর) নাভি মুম্বাইয়ের ড. ডি. ওয়াই. পাটিল একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে মাত্র ৯ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। হাতে ছিল ৪ উইকেট, উইকেটে অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু আতাপাত্তু বল হাতে নিয়েই উল্টে দিলেন সব হিসাব।
প্রথম বলেই রাবেয়া খান এলবিডব্লিউ, পরের বলে নাহিদা আক্তার রানআউট, তৃতীয় বলে নিগারের ক্যাচ, আর চতুর্থ বলে মারুফা আক্তার এলবিডব্লিউ-টানা চার বলে চার উইকেট! শেষ পর্যন্ত ১৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, জয় পায় শ্রীলঙ্কা মাত্র ৭ রানে।
ম্যাচের শুরুতে বাংলাদেশকে আশা জুগিয়েছিল নিগার সুলতানা (৭৭) ও শারমিন আক্তারের (৬৪*) দুর্দান্ত জুটি। তাদের ১৩০ রানের পার্টনারশিপে একসময় জয় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে শারমিনের ইনজুরি ও পরপর উইকেট পতনে ধস নামে ব্যাটিং লাইনআপে।
বোলিংয়ে আতাপাত্তু নেন ৪ উইকেট মাত্র ৪২ রানে, আর তাতেই ম্যাচ ঘুরে যায় পুরোপুরি। শ্রীলঙ্কার ব্যাটিংয়ে হাশিনি পেরেরা ও নিহালক্ষি দে সিলভার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
শেষ বাঁশির পর ডাগআউটে নেমে আসে নিস্তব্ধতা-নিগারের চোখে জল,সতীর্থদের মুখে হতাশা। এই হার শুধু একটি ম্যাচের নয়, বরং মানসিক ভাঙনের প্রতিচ্ছবি। জয়ের এত কাছে গিয়ে এমন হার-বাংলাদেশ নারী দলের জন্য এক তীব্র আঘাতের গল্প হয়ে রইল।
কীওয়ার্ডস:
বাংলাদেশ নারী দল, চামারি আতাপাত্তু, নিগার সুলতানা