বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইতিহাস গড়ল মরক্কো,আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-২০ ০৮:৫৬:১০
ছবি: সংগৃহীত।

চিলির সান্তিয়াগো স্টেডিয়ামে রচিত হলো আফ্রিকান ফুটবলের নতুন ইতিহাস। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে মরক্কো। দলের নায়ক ছিলেন তরুণ ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি দুই গোল করে নিজের দেশকে এনে দেন স্বপ্নের শিরোপা।
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছিল মরক্কো। কোচ মোহাম্মদ ওয়াহবির তত্ত্বাবধানে দলটি স্পেন, ব্রাজিল, ফ্রান্সের মতো পরাশক্তিকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে। রক্ষণভাগের শৃঙ্খলা, গতি এবং পাল্টা আক্রমণের নিখুঁত সমন্বয়ে তারা গড়ে তোলে জয়ের পথ।
ফাইনালের শুরু থেকেই মরক্কো ছিল আক্রমণাত্মক। ম্যাচের ১২তম মিনিটে ফ্রি-কিক থেকে জাবিরির চমৎকার গোলেই এগিয়ে যায় আফ্রিকানরা। এরপর ২৯তম মিনিটে ওথমান মাম্মার দারুণ পাস ধরে আবারও গোল করেন জাবিরি, দ্বিগুণ করে ফেলেন ব্যবধান।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হয় আর্জেন্টিনা। তাদের সব আক্রমণই গোমিসের নেতৃত্বাধীন মরক্কোর রক্ষণে গুঁড়িয়ে যায়। ম্যাচ শেষে উল্লাসে ভেসে যায় সান্তিয়াগোর মাঠ-কারণ এই জয় শুধু মরক্কোর নয়, এটি গোটা আফ্রিকার জয়।
এই অর্জনের মাধ্যমে মরক্কো প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল, যা আফ্রিকান ফুটবলে নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণ প্রজন্মের উন্নয়ন ও ধারাবাহিক বিনিয়োগের ফলেই এই ঐতিহাসিক সফলতা এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কীওয়ার্ডস:
মরক্কো বিশ্বচ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, আর্জেন্টিনা বনাম মরক্কো


এ জাতীয় আরো খবর