বুধবার, অক্টোবর ২২, ২০২৫

রিশাদের ঘূর্ণি জাদুতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-১৯ ০৯:২৭:২৫
ছবি: সংগৃহীত।

মিরপুরে স্বল্প পুঁজিতেও বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয় সফরকারীরা, ৩৯ ওভারে অলআউট হয় মাত্র ১৩৩ রানে।
বাংলাদেশের জয় এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন রিশাদ হোসেন। তিনি মাত্র ৯ ওভারে ৩৫ রানের বিনিময়ে তুলে নেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। এটি তার প্রথম ওয়ানডে ‘ফাইফার’। সহায়তা করেন মোস্তাফিজুর রহমান (২/১৬) ও অধিনায়ক মিরাজ (১/১৬)।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার ব্রেন্ডন কিং সর্বোচ্চ ৪৪ রান করেন। তবে দলের বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ; সাতজনই এক অঙ্কের ঘরে আউট হন। ইনিংসের শুরুতে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়লেও রিশাদের ঘূর্ণিতেই ধস নামে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে।
এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ে আলো ছড়ান তরুণ তাওহিদ হৃদয় ও নবাগত অঙ্কন। হৃদয় ৯০ বলে করেন ৫১ রান, আর অঙ্কন ৭৬ বলে ৪৬ রানে আউট হন। শেষদিকে রিশাদের দ্রুত ২৬ রানের ইনিংসে দুইশ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।
রানবোর্ডে মাত্র ২০৭ তুললেও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজেই জিতেছে বাংলাদেশ। সিরিজে এগিয়ে থেকে এখন টাইগাররা তাকিয়ে দ্বিতীয় ওয়ানডের দিকে।

কীওয়ার্ডস:
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, রিশাদ হোসেন, বাংলাদেশ ক্রিকেট জয়, ওয়ানডে সিরিজ ২০২৫, মিরপুর ম্যাচ


এ জাতীয় আরো খবর