বুধবার, অক্টোবর ২২, ২০২৫

পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার আজিম-বৃষ্টির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১০-২২ ০৬:০৮:৩৭
ছবি: সংগৃহীত।

পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেফতার হওয়া যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পর এই আদেশ দেন।
এর আগে সিআইডি তদন্ত কর্মকর্তারা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে তিনটার দিকে বান্দরবান থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা, সিম কার্ড, ট্রাইপডসহ পর্নো ভিডিও তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে এসব ভিডিও ছড়িয়ে দিত।
আজিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। তাঁদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কীওয়ার্ডস: পর্নোগ্রাফি মামলা, আজিম-বৃষ্টি, রিমান্ড


এ জাতীয় আরো খবর