বুধবার, অক্টোবর ২২, ২০২৫

অশালীন মন্তব্যে উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • ২০২৫-১০-২২ ০৫:৫১:৩৭
ছবি: সংগৃহীত।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। রাত ১টার দিকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ ঘোষণা দেন যে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন শৃঙ্খলা বোর্ডের বৈঠকে শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এরই মধ্যে ছাত্রকল্যাণ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, আহসান উল্লাহ হলের ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার পর থেকেই সহপাঠীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন এবং বহিষ্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, বিক্ষোভের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসনের হেফাজতে রয়েছেন।

কীওয়ার্ডস: বুয়েট বিক্ষোভ, শিক্ষার্থী বহিষ্কার, অশালীন মন্তব্য, শ্রীশান্ত রায়


এ জাতীয় আরো খবর