বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫

জেল থেকে সেনাপ্রধানকে নিয়ে তীব্র সমালোচনা ইমরান খানের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৪ ১১:১১:৫০
ফাইল ছবি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরকে দেশের জন্য “বিধ্বংসী নীতি” গ্রহণের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন। বুধবার জেলে তার বোন ডা. উজমা খানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এ অভিযোগ পুনর্ব্যক্ত করেন। এনডিটিভির বরাতে জানা যায়, তিনি মনে করেন আসিম মুনির ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানকে আরও অস্থিতিশীল করে তুলছেন।
ইমরান খান তার এক্স পোস্টে দাবি করেন, বর্তমান সামরিক নেতৃত্বের নীতির কারণেই পাকিস্তানে সন্ত্রাসবাদ আবার জেগে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, জেনারেল মুনির দেশের স্বার্থ নয়, বরং পশ্চিমা শক্তিগুলোকে সন্তুষ্ট করার লক্ষ্যেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছেন এবং নিজেকে আন্তর্জাতিকমঞ্চে প্রভাবশালী হিসেবে তুলে ধরতে চাইছেন।
পিটিআই প্রধান জানান, তিনি সবসময় দেশে ড্রোন হামলা ও সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। তার ভাষ্য, আফগান শরণার্থীদের বহিষ্কার, সীমান্তে হুমকি এবং ড্রোন হামলার মাধ্যমে পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যার ফলস্বরূপ পাকিস্তান নতুন করে সন্ত্রাসের হুমকির মুখে পড়েছে।
ইমরান খান ব্যক্তিগত অভিযোগও তোলেন। তিনি বলেন, মুনির “মানসিকভাবে অস্থিতিশীল” এবং তার নির্দেশেই ইমরান ও তার স্ত্রীকে “মিথ্যা মামলায়” কারাবন্দি করা হয়েছে। তিনি দাবি করেন, চার সপ্তাহ ধরে তাকে একাকী সেলে রাখা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যোগাযোগ এবং কেড়ে নেওয়া হয়েছে বন্দির মৌলিক অধিকার।
তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রথমে তার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এখন আইনজীবী ও পরিবারের সঙ্গেও সাক্ষাতের সুযোগ সীমিত করে রাখা হয়েছে। মানবাধিকার সনদের কথা উল্লেখ করে ইমরান বলেন, মানসিক নির্যাতনও নির্যাতনের শামিল এবং অনেক ক্ষেত্রে তা শারীরিক নির্যাতনের চেয়েও ভয়ংকর হতে পারে।

কীওয়ার্ডসঃ
ইমরান সমালোচনা
আসিম মুনির
পাকিস্তান উত্তেজনা


এ জাতীয় আরো খবর