বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • গোধূলি
  • ২০২৫-১২-০৩ ২৩:০৪:৫৬

ফুলের জলসায় নীরবে পার্কে 
বসেছি গোধুলি বেলা,
প্রবহমান নদীর স্রোত ধারায়
মাছেরা খেলছে খেলা।
 
দোলে দোলে ফুল বিলিয়ে 
যাচ্ছে কত সৌরভ, 
গুন গুনা গুন গুঞ্জনে ভ্রমর 
ফুলের করছে গৌরব। 

একপাশে এক ষোড়শীর 
বাতাসে উড়ছে চুল, 
তাইনা দেখে ব্যাকুল পথিক 
পথ হাঁটছে ভুল। 

কেগো রূপসী গোধুলি লগনে
রনশ্রী নাকি ছন্দা?
অচেনা-অজানা তাই ভাবতে
ঘনিয়ে এলো সন্ধ্যা।


এ জাতীয় আরো খবর