দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর বয়সজনিত কারণে অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ার আগে বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উদ্দেশে ১৪ ডিসেম্বর তার শেষ বিদায়ী ভাষণ দেবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হওয়ায় নির্ধারিত সময়েই তিনি অবসর গ্রহণ করবেন। একইসঙ্গে অবসরের আগে বিচারক সমাজের প্রতি তার এটি হবে শেষ আনুষ্ঠানিক বক্তব্য।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে তার বিদায়ী অভিভাষণ প্রদান করবেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্বে আসেন সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে তাকে গত ১০ আগস্ট প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয় এবং ১১ আগস্ট তিনি শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই বিচার বিভাগে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং মামলাজট কমানোর উদ্যোগে তিনি বিশেষ ভূমিকা রাখেন বলে আদালতসংশ্লিষ্ট মহলে ধারণা রয়েছে।
তার বিদায়ের মধ্য দিয়ে আবারও সর্বোচ্চ আদালতের নতুন নেতৃত্বের পথ খুলছে। বিচার বিভাগের সকল স্তরে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কীওয়ার্ডঃ
প্রধান বিচারপতির অবসর
বিদায়ী ভাষণ
সুপ্রিম কোর্ট