শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

কোম্পানীগঞ্জে এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-১০-১৮ ১১:৫৩:৩২

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায়  উপজেলার ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ,৭ম ও অষ্টম শ্রেণীর ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষার নিয়ন্ত্রকে দায়িত্বে ছিলেন রংমালা আদর্শ উচ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহম্মদ উল্যাহ,কেন্দ্র প্রধান ও আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন,হল সুপার বেলায়েত হোসেন স্বপন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক মো: জসীম উদ্দিন,রংমালা আদর্শ উচ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা শেখ ফরিদ, সাবেক সভাপতি মৌলভী এসএম জামাল উদ্দিন, দাতা সদস্য মৌলভী ছানা উল্যাহ,কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁঞা, রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকন, সহ-সভাপতি জিয়াউর রহমান মাসুদ, জুটন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবদুল কাদের,কাউছার আলম,জহির উদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন জুয়েল, অর্থ সম্পাদক নুর ইসলাম ফয়সাল, সহ-অর্থ সম্পাদক হেদায়েত উল্যাহ,শিক্ষা সম্পাদক ইমাম হোসেন রিয়াদ, সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম সূর্য,সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও মিডিয়া বিষয় সম্পাদক আজগর হোসেন,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদসহ ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

 


এ জাতীয় আরো খবর