কুয়েটে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ উদ্বোধন
- বুয়েট প্রতিনিধি
-
২০২৫-১০-১৭ ১৮:১৭:৩৬
- Print
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী ‘ক্লাব
ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পরিচালক (ছাত্র-কল্যাণ)
কার্যালয়ের আয়োজনে ১৭ অক্টোবর শুক্রবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার
সেন্টার প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক (ছাত্র
কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ
হেলালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের
ডীন প্রফেসর ড. মোহাম্মদ হারুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত
ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে
অনুষ্ঠিত ‘ক্লাব ফেয়ার ২০২৫’ এ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ২৪ টি ক্লাবের
অংশগ্রহণে ১৮ অক্টোবর শনিবার রাত পর্যন্ত চলবে।