শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন শুরু

  • চট্টগ্রাম প্রতিনিধি
  • ২০২৫-১০-১৫ ০৯:১১:২৩
ফাইল ছবি

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের ভোটগ্রহণ। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের মোট ১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন ওএমআর ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
চবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ২৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থী ভোটার হিসেবে অংশ নিচ্ছেন। এর মধ্যে নয়টি ছাত্র হলে ১৬ হাজার ১৮৪ জন এবং ছয়টি ছাত্রী হলে ১১ হাজার ৩৩২ জন শিক্ষার্থী রয়েছেন। চাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে চাকসুতে ২৬ পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় ২৪ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ১২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। চাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি হল সংসদেও সমান তৎপরতা লক্ষ্য করা গেছে।
নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১ হাজার ২০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে সিসি ক্যামেরা, এলইডি স্ক্রিন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। কমিশন চাইলে সিসিটিভি ফুটেজ সরাসরি সম্প্রচারও করতে পারবে।
অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার জন্য ১৫টি অতিরিক্ত বাস এবং ৯ জোড়া শাটল ট্রেনের পাশাপাশি আরও দুই জোড়া ট্রেন চালুর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে ১৯৭০, ১৯৭২, ১৯৭৪, ১৯৮১ ও ১৯৯০ সালে মোট ছয়বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

কীওয়ার্ডস:
চবি নির্বাচন, চাকসু ভোট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


এ জাতীয় আরো খবর