বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ম হু য়া বি শ্বা স

  • দূষণ
  • ২০২৫-১০-২১ ১৮:২৯:০৩

শব্দদূষণ,বায়ুদূষণ,জলদূষণ নিয়ে 
অনেক শব্দ খরচ হলো,এধার ওধার দিয়ে । 
এবার কিছু খরচ না হয় অন্য খাতেও হোক, 
মনের দূষণ নিয়েও খানিক লিখুক না হয় লোক । 
" সব দূষনের সেরা দূষণ " এমন হেডিং দিয়ে , 
প্রবন্ধ হোক লেখালেখি,পাঠ্য থাকুক বইয়ে ।
ক্লাস রুমেতে পড়ানো হোক,পরীক্ষাতেও আসুক
লিখতে লিখতে দু'একটা মন চোখের জলে ভাসুক । 
দূষণমুক্ত মনের জন্য মিটিং মিছিল হোক ,
পাড়ায় পাড়ায় বেরিয়ে আসুক সব সচেতন লোক 
সব দূষণের আগে মানুষ মনকে করুক সাফ , 
দূষণমুক্ত সমাজ গড়তে ওটাই প্রথম ধাপ । 
 


এ জাতীয় আরো খবর