দু'কূল ভাঙা নদী ছিল আষাঢ়-শ্রাবণ মাসে
অনেক সাধে বাসলাম ভালো প্রেম জাগানোর আশে,
কলসি কাঁখে জল ভরিতে যখন আসি ঘাটে
কূল ভাঙা সেই নদী আমার মনের ভেতর হাঁটে।
জলের তোড়ে উপচে পড়ে কেয়াতলার মাঠ
বানভাসি সেই নদী তখন চুকায় প্রেমের পাঠ।
জ্যোৎস্না রাতে নিয়ম করে গান শুনাতাম তারে
নেশার চোখে দেখতো আমায় ফিরে বারেবারে।
বর্ষা শেষে শরৎ আমায় ডাকলো ভালোবেসে
সাদা-কালো মেঘগুলো যে উঠলো ভীষণ হেসে
একের অধিক পাড় ভাঙাতে ব্যস্ত থাকে নদী
হারিয়ে যায় তবু তারে খুঁজি নিরবধি।
সেই নদীকে নিবিড় ছায়ায় ভীষণ ভালোবাসি
ভালোবাসায় খাদ ছিল না তাইতো ফিরে আসি,
এমনি করে নদীর প্রেমে সঁপেছি এই প্রাণ
দুঃখ-সুখে তার বুকেতে বাঁধি নতুন গান।