চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ট্রাকে পাচারকালে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে অভিযানকালে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যান।
পুলিশ জানায়,গত মঙ্গলবার (৭অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসায় সদর থানা পুলিশের একটি দল। চেকপোষ্টে একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ও হেলপার চাঁপাইনবাবগঞ্জ শহর ছেড়ে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১) সড়কের পাশে দাঁড় করিয়ে কৌশলে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি তল্লাশী করে বডির পেছনের পাটাতনের ্উপর বিশেষ কায়দায় রক্ষিত ৪০ কেজি গাঁজা জব্দ করে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় (৮অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।