চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় র্যাবের হাতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ পূর্বের একটি গাঁজা মামলার আসামী এরফান আলী (৪১) নামে এক ব্যাক্তি আবারও গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার দেলবাড়ি গ্রামের সফেদ আলীর ছেলে। র্যাব জানায়,সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গুনির এলাকায় অভিযান চালিয়ে একটি বাজার করা ব্যাগের ভেতর গাঁজা বহনকালে এরফানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব।
সোমবার(৬অক্টোবর)রাত সাড়ে ১০টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির জন্য এক ব্যাক্তির অবস্থানের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি ৩ কু গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার হন সদর থানায় পূর্বে দায়ের চলমান অপর একটি একটি গাঁজা মামলার আসামী এরফান। এ ঘটনায় সদর থানায় এরফঅনকে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।