শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

রামগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা,লুটে নেয় অর্ধকোটি টাকার মালামাল

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • ২০২৫-১০-০৯ ২৩:২৫:২৬
ছবি: সংগৃহীত।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো এলাকা। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং তার কলেজপড়ুয়া মেয়ে তানহা মীম (২০)। হত্যার পর ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের ছেলে ফরহাদ হোসেন রাব্বী জানান, তিনি ও তার বাবা বাজারে দোকানে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরের সব জিনিসপত্র এলোমেলো। রুমে ঢুকে মেঝেতে মা ও বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
নিহত জুলেখার বড় মেয়ের স্বামী গোলাম মর্তুজা মামুন জানান, সম্প্রতি রাব্বীর বিয়ের জন্য প্রায় ১০ ভরি স্বর্ণালংকার কেনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই স্বর্ণালংকারের লোভেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি।

কীওয়ার্ডস: রামগঞ্জ হত্যা, মা মেয়ে খুন, লক্ষ্মীপুর ডাকাতি


এ জাতীয় আরো খবর