শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ: সচেতনতার ডাক, কমিশন পুনর্গঠনের অপেক্ষা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২৮ ১০:১৯:৪৪
ফাইল ছবি

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে 'আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস'। এবারের প্রতিপাদ্য— '“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ”'। বাংলাদেশেও দিনটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ সারাদেশে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রচার, ওয়েবসাইটে ফেস্টুন প্রদর্শন, মোবাইল এসএমএস প্রচারণা এবং ডিজিটাল অ্যাড বোর্ডে সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। বিকেল ৩টায় তথ্য কমিশন অডিটোরিয়ামে মূল আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। উপস্থিত থাকবেন সচিব মাহবুবা ফারজানা, টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
তবে দিবসটি পালনের মধ্যেও 'তথ্য কমিশনের অচলাবস্থা' বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রধান তথ্য কমিশনারসহ তিন শীর্ষ পদ শূন্য থাকায় অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে আছে। দৈনন্দিন ব্যয়ের ক্ষেত্রেও অর্থ সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। বর্তমানে মাত্র ৪৯ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে নামমাত্র কার্যক্রম চালু থাকলেও কার্যত কোনো সিদ্ধান্ত বা শুনানি হচ্ছে না।
টিআইবির এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৭৫% মানুষ তথ্য অধিকার আইন সম্পর্কে জানেই না। আর যে ২৫% জানেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশেরও পর্যাপ্ত ধারণা নেই। ফলে তথ্য অধিকার কার্যকর বাস্তবায়ন এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়ে গঠিত হবে কমিশন, যেখানে অন্তত একজন হবেন নারী।

কীওয়ার্ডসঃআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস,তথ্য কমিশন,পরিবেশ রক্ষা,ডিজিটাল যুগ,টিআইবি


এ জাতীয় আরো খবর