দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর এলাকায় রবিবার দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও সংরক্ষণের অভিযোগে স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, উপপরিদর্শক ইকবাল হোসেন ও আসিফুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে মাদকসেবনে লিপ্ত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—
হাসানুর রহমান হাকিমের ছেলে তাপস (২৫), ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড
আবুল কাশেমের ছেলে মনোয়ার হোসেন (৩৮), দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড
আব্দুল হান্নানের ছেলে মজনু (৪০), এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড
রতন মোল্লার ছেলে লোকমান মোল্লা (৫০), দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড
লোকমানের স্ত্রী মাজেদা খাতুন (৪৫), দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড
অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেকে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগ করবেন।
অভিযানের সময় আসামিরা ও তাদের পরিবারের সদস্যরা ধারালো হাসুয়া নিয়ে অভিযানকারী দলের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে পাঁচ ফাইল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, “জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।”