সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চাই।”
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে সিইসি এসব কথা বলেন।
তিনি জানান, এবার প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা চালু করা হচ্ছে।
সিইসি বলেন, “গণমাধ্যমের সহযোগিতা ছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। তাই গণমাধ্যমকে আমাদের সঙ্গে থাকতে হবে।” তিনি আরও বলেন, “এআই-এর অপব্যবহার ঠেকাতে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখার সময় এসেছে।”
নারী ভোটারদের আগ্রহ ফেরাতে নেওয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন সিইসি। তিনি জানান, “২১ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং ৪৩ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। পুরুষ ও নারী ভোটারের ব্যবধান ৩০ লাখ থেকে ১৮ লাখে নেমে এসেছে।”
সিইসি আরও বলেন, “আমাদের কিছুই গোপন নয়। দেশ ও বিশ্বকে দেখাতে চাই, বাংলাদেশে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন সম্ভব।”
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরাও অংশ নেন, তাদের মধ্যে ছিলেন একাত্তর টিভির শফিক আহমেদ, বৈশাখী টিভির জিয়াউল কবীর সুমন, যমুনা টিভির তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির মোস্তফা আকমল, গ্লোবাল টিভির ফেরদৌস মামুনসহ আরও অনেকে।
কীওয়ার্ডস:
সিইসি নাসির উদ্দিন, নির্বাচন কমিশন, স্বচ্ছ নির্বাচন, প্রবাসী ভোট, লেভেল প্লেয়িং ফিল্ড