চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে বিভিন্ন ব্রান্ডের ১১৭ বোতল বিদেশী মদ, ৮৮ বোতল ফেনসিডিল,১টি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ প্রায় ৯৩ হাজার টাকা সহ জিহাদ আলী(১৯) নামে এক তরুন গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের নামোচাকপাড়া গ্রামের আমান আলীর ছেলে। র্যাব জানায়, গত শুক্রবার(৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে শিবগঞ্জের নতুন বাররশিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে জিহাদকে ওইসব মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব।
শনিবার(৪অক্টোবর) সকাল সোয়া ৯টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্রান্ডের ১১৭ বোতল বিদেশী মদ,৮৮ বোতল ফেনসিডিল,১টি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ প্রায় ৯৩ হাজার টাকা সহ গ্রেপ্তার হন জিহাদ । এ ঘটনায় শিবগঞ্জ থানায় জিহাদকে হস্তান্তর করে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।