শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-০৬ ২১:৫১:৩৯
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে জয়ী হয়েছেন। সোমবার ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৩ জন পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুইজন পরিচালক মিলে বোর্ড গঠন করা হয়। নির্বাচনের ফল ঘোষণার পর নতুন পরিচালকদের সর্বসম্মত মতেই সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ):
ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি–২ (ক্লাব প্রতিনিধি):
এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান):
এই ক্যাটাগরিতে সাবেক জাতীয় দলের তারকা খেলোয়াড় খালেদ মাসুদ পাইলট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রার্থী দেবব্রত পালকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।
এনএসসি প্রতিনিধি:
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন নেতৃত্বের এই সূচনা নিয়ে আশাবাদী ক্রিকেট বিশ্লেষকরা। তাদের মতে, আমিনুল ইসলাম বুলবুলের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এসইও কীওয়ার্ডস:
বিসিবি নির্বাচন, আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট নির্বাচন


এ জাতীয় আরো খবর