এশিয়া কাপ ফাইনালে ট্রফি হস্তান্তর বিতর্কে দৃঢ় অবস্থানের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি এবার বিশেষ স্বীকৃতি পাচ্ছেন। তাকে দেওয়া হচ্ছে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’- যা পাকিস্তানের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা।
শনিবার (৪ অক্টোবর) পাকিস্তানের করাচি থেকে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল এই ঘোষণা দেন। তিনি জানান, “ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক ও ক্রীড়াগত উত্তেজনার মধ্যেও মহসিন নাকভি যে সাহসিকতা দেখিয়েছেন, তা পাকিস্তানের জাতীয় মর্যাদা পুনরুদ্ধারের প্রতীক।”
সম্প্রতি এশিয়া কাপ ফাইনালে ভারতীয় ক্রিকেটাররা নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে নাকভি নিজেই ট্রফি নিজের কাছে রাখেন এবং এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) লেখেন, “ভারতীয় দল চাইলে এএসিসির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ট্রফি সংগ্রহ করতে পারে।”
বিতর্কের মুখেও নাকভি নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “আমি কোনো ভুল করিনি এবং আমি বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইব না।” তার এই অবস্থান পাকিস্তানজুড়ে প্রশংসিত হয়; অনেকেই একে জাতীয় মর্যাদা ও কূটনৈতিক দৃঢ়তার প্রতীক বলে মনে করছেন।
করাচিতে আনুষ্ঠানিকভাবে পদক প্রদানের আয়োজন করা হচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে। তার সময়সূচি নিশ্চিত হলেই তারিখ ঘোষণা করবে আয়োজক কমিটি।
অনুষ্ঠান পরিচালনায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে-এর প্রধান সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খালিদ জামিল শামসি এবং সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন করাচির কমিশনারের ক্রীড়া পরিচালক গুলাম মুহাম্মদ খান।
গুলাম আব্বাস জামাল বলেন, “এটা শুধু ক্রিকেটের বিষয় নয়-এটা মর্যাদা, সার্বভৌমত্ব এবং চাপের মুখে মাথা না নোয়ানোর প্রতীক।”
এদিকে, বিসিসিআই ইতিমধ্যেই বিষয়টি এএসিসির আসন্ন বার্ষিক সভায় তুলেছে। ধারণা করা হচ্ছে, নভেম্বরের আইসিসি বৈঠকেও ভারত আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলতে পারে। তবে পাকিস্তানের ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, নাকভির এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে দেশটির কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
কীওয়ার্ডস:
মহসিন নাকভি পুরস্কার,এশিয়া কাপ বিতর্ক,পিসিবি চেয়ারম্যান,বিলাওয়াল ভুট্টো অনুষ্ঠান,পাকিস্তান বনাম ভারত উত্তেজনা