শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

সাইফ হাসানের ঝড়ে ইতিহাস গড়ল বাংলাদেশ,আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-০৬ ০৯:২৬:৩৮
ছবি: সংগৃহীত।

পাঁচ বছর আগে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। সময়ের চাকা ঘুরে সেই ইতিহাস এবার উল্টে দিল টাইগাররা। সিলেটে দুই ম্যাচের সিরিজে আগেই জয় নিশ্চিত করার পর শারজাহতে শেষ ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্সে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশ।
রবিবার রাতে অনুষ্ঠিত শেষ ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৪৩ রান। জবাবে সাইফ হাসানের দাপুটে হাফসেঞ্চুরিতে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় জাকের আলির দল।
বাংলাদেশের ইনিংসের শুরুটা যদিও ধীরগতির ছিল। পারভেজ হোসেন ইমন প্রথম ওভারে মেডেন খেললেও দ্রুত গতি তোলেন সাইফ হাসান। ১৬ বলে ১৪ রান করে ফিরলেও ইমনের পর ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যান সাইফ। পাওয়ার প্লেতে ৪৭ রান এনে দেন তিনি। তানজিদ তামিম ৩৩ বলে ৩৩ রান করে আউট হলেও সাইফের ব্যাট তখন ঝড় তুলছে।
চাপের মুহূর্তে দায়িত্ব নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দুই অভিজ্ঞ ব্যাটারই শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জেতান বাংলাদেশকে। সাইফ ৩৮ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ২ চার ও ৭ ছক্কায়। সোহান অপরাজিত থাকেন ১০ রানে। আফগানিস্তানের পক্ষে মুজিব-উর-রহমান নেন সর্বোচ্চ ২ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানও ব্যর্থ ছিল বড় ইনিংস গড়তে। এক পর্যায়ে ধস নামলেও শেষ দিকে মুজিবের ২৩ রানে ভর করে দলীয় স্কোর ১৪৩ রানে পৌঁছায়। টাইগারদের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানজিম সাকিবের শিকার ২টি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের গৌরব অর্জন করল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এটি বাংলাদেশের অন্যতম বড় অর্জন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

কীওয়ার্ডস:
বাংলাদেশ বনাম আফগানিস্তান, সাইফ হাসান, টি-টোয়েন্টি সিরিজ, বাংলাদেশ জয়, হোয়াইটওয়াশ


এ জাতীয় আরো খবর