শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

হামজার জাদুকরি ফ্রি-কিকে এগিয়ে বাংলাদেশ,এশিয়ান কাপ বাছাইয়ে রোমাঞ্চকর সূচনা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-০৯ ২১:২৪:৩১
ছবি: সংগৃহীত।

এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামেন লাল-সবুজরা। ম্যাচের মাত্র ১৩ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর দৃষ্টিনন্দন ফ্রি-কিক গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের শুরুতে হংকংয়ের ফরোয়ার্ড ম্যাট অর ৬ মিনিটে গোলের সুযোগ পেলেও তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পরই পাল্টা আক্রমণে বাংলাদেশের রাকিব হোসেন বক্সের বাইরে থেকে শট নেন, তবে সেটি গোলরক্ষকের হাতে চলে যায়।
এরপরই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। ১৩ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকে ডান পায়ে বাঁকানো শটে গোল করেন হামজা চৌধুরী। বলটি এক ডিফেন্ডারের মাথায় লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল। এর আগে গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছিলেন প্রথম গোল।
বাংলাদেশের একাদশে আজ মাঠে নামেন: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, মোরসালিন ও রাকিব হোসেন।

কীওয়ার্ডস: বাংলাদেশ বনাম হংকং, হামজা চৌধুরী গোল, এশিয়ান কাপ বাছাই


এ জাতীয় আরো খবর