শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ফাইনালে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ দল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-০৫ ১৩:০৮:০১
ফাইল ছবি

রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় আত্মঘাতী গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ পুরুষ জাতীয় দল। শনিবার (৪ অক্টোবর) আসুনসিওনে অনুষ্ঠিত কনমেবল ইভল্যুশন লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র করে ফাইনাল নিশ্চিত করে তরুণ সেলেসাওরা।
প্রথমার্ধে ব্রাজিলের রক্ষণভাগের ভুলে জোসে গাম্বোয়ার গোল থেকে লিড নেয় ভেনেজুয়েলা। বিরতির আগে কোনোভাবে ম্যাচে ফিরতে পারেনি গিলহার্মে ডাল্লা ডেয়ার শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই পাল্টা আক্রমণে নামেন তারা। একের পর এক সুযোগ সৃষ্টি করেও ভেনেজুয়েলার গোলরক্ষকের দুর্দান্ত সেভের কারণে ব্রাজিল সমতায় ফিরতে পারছিল না।
অবশেষে ম্যাচের যোগ করা সময়ে ভাগ্য খুলে যায় ব্রাজিলের। অ্যালানের কর্নার কিক থেকে সৃষ্ট বিশৃঙ্খলায় নিজেদের জালেই বল পাঠিয়ে দেন এক ভেনেজুয়েলান ডিফেন্ডার। আত্মঘাতী সেই গোলে ১-১ সমতায় ফেরে ম্যাচ এবং নিশ্চিত হয় ব্রাজিলের ফাইনাল নিশ্চিতের আনন্দ।
এই ড্রয়ের ফলে ব্রাজিল ‘নর্থ জোন’-এর শীর্ষ দল হিসেবে ফাইনালে জায়গা পায়। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ জোনের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

কীওয়ার্ডস:
ব্রাজিল অনূর্ধ্ব-১৫, কনমেবল ইভল্যুশন লিগ, ভেনেজুয়েলা বনাম ব্রাজিল, আর্জেন্টিনা ফাইনাল, যুব ফুটবল

 


এ জাতীয় আরো খবর