খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ০৩ ডিসেম্বর বুধবার “কোয়েশ্চেন প্রিপারেশন, মডারেশন এন্ড কোর্স ফাইল প্রিপারেশন” ( Question Preparation, Moderation and Course File Preparation ) বিষয়ক দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও পরীক্ষার গুণগত মানোন্নয়ন এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি হলো তার শিক্ষার মান। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার জন্য প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন এবং কোর্স ফাইল তৈরি করার প্রতিটি ধাপই আমাদের আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, শিক্ষকরাই হলেন এই গুণগত মান নিশ্চিত করার প্রধান কারিগর। প্রশ্নপত্র এমনভাবে তৈরি করতে হবে যাতে তা শিক্ষার্থীদের প্রকৃত মেধা, বিশ্লেষণী ক্ষমতা এবং অর্জিত জ্ঞানকে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। পাশাপাশি, পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করে একটি আদর্শ ‘কোর্স ফাইল’ তৈরি করা এখন অত্যাবশ্যক। তিনি আইকিউএসি’কে এমন সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সকল শিক্ষককে প্রশিক্ষণের ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী ও রিসোর্স পার্সনদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম এবং একই বিভাগের প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। তাঁরা প্রশ্ন প্রণয়নের আন্তর্জাতিক মানদন্ড, উত্তরপত্রের মডারেশন পদ্ধতি সহ একটি আদর্শ কোর্স ফাইল তৈরির বিভিন্ন দিক নিয়ে প্রায়োগিক আলোচনা করেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।