বুধবার, অক্টোবর ২২, ২০২৫

প্রতিভাবান সংগীতশিল্পী মনি কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৫-১০-১৯ ১০:৪৬:২১

মনি কিশোর। কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার।যিনি নব্বই দশকে তুমুল জনপ্রিয় হয়েছিলেন গান গেয়ে।
এই জনপ্রিয় সংগীতশিল্পী প্রায় পাঁচশতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। ছিলেন রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী। রোমান্টিক ও মেলোডি ঘরানার কন্ঠশিল্পী মনি কিশোর মূলত অডিও ক্যাসেটের জন্য চুটিয়ে কাজ করে গেছেন। তার নিজের লেখা ও সুর করা "সেই দুটি চোখ কোথায় তোমার" গান দিয়েই তিনি প্রথম জনপ্রিয়তা পান।
এই প্রতিভাবান সংগীতশিল্পী মনি কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৪ সালের ১৯ অক্টোবর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। প্রয়াত এই শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
মনি কিশোর ১৯৬১ সালের ৯ জানুয়ারী, নড়াইল জেলার লক্ষ্মীপুরে, মামাবাড়ীতে জন্মগ্রহণ করেন। 
তার আসল নাম অরুন কুমার মন্ডল। আর ডাক নাম ছিলো মনি। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারের মহা ভক্ত ছিলেন তিনি। তাই গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ নিজের মনি নামের সাথে 'কিশোর' যোগ করে হয়ে যান 'মনি কিশোর' । তার পিতা অশোক কুমার মণ্ডল ছিলেন পুলিশ কর্মকর্তা। বাবার সাত সন্তানের মধ্যে মনি কিশোর চতুর্থ । সাত জনের মধ্যে তারা চার ভাই ও তিন বোন। বাবার চাকরিসূত্রে দেশের বিভিন্ন জেলায় থাকতে হয়েছে তাকে।
১৯৮০ সালের আগে থেকেই মনি কিশোর বিভিন্ন জেলাশহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান গেয়ে বেড়াতেন।
তবে ঢাকায় তার প্রথম মিশ্র অ্যালবাম ‘চার্মিং বৌ’ বের হয় ১৯৯১ সালে। এরপর তার একেরপর গানের অ্যালবাম বের হতে থাকে। ৩০টিরও বেশি একক অ্যালবাম করেছেন মনি কিশোর। একটা সময় মনি কিশোর মানেই ছিল হৃদয় এফোঁড়-ওফোঁড় করা সব জনপ্রিয় গান।
দীর্ঘ ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায় তেমন গাননি। 
'কে অপরাধী'সহ দু'চারটা ছবিতে গান গেয়েছেন। কয়েকটি নাটকেও গান করেছেন তিনি।
তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম "কি ছিলে আমার তুমি," "সেই দুটি চোখ কোথায় তোমার," "তুমি শুধু আমারই জন্য", "মুখে বলো ভালোবাসি", ‘'আমি মরে গেলে জানি তুমি’' ইত্যাদি উল্লেখযোগ্য। এই গানগুলো তাকে বাঙালি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। 
মনি কিশোর নিজেও গান লিখতেন ও সুর করতেন। ২০টির মতো গান তিনি লিখেছেন ও সুর করেছেন, যা জনপ্রিয়তা পেয়েছে। 
৯০-দশকের এই জনপ্রিয় গায়ক প্রায় দেড়যুগ নিজেকে আড়ালে রেখেছিলেন, গান থেকে দূরে সড়ে ছিলেন।
 এক সময় নিজে ব্যবসা শুরু করেন, তবে ব্যবসায় তিনি সাফল্য পাননি। 
ব্যক্তিজীবনে মনি কিশোর ৯০-দশকের মাঝামাঝি সময়ে বিয়ে করেন শামিমা চৌধুরীরকে। এক সময় দাম্পত্যজীবনের ইতি ঘটে। তাদের এক কন্যাসন্তান রয়েছে। একমাত্র কন্যা সন্তান নিন্তি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। 
স্ত্রীর সাথে আলাদা হবার পর মনি কিশোর একাকী জীবনযাপন করছিলেন। ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে রাত সাড়ে ৯টার দিকে, রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে  এই কণ্ঠশিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগেই তার মৃত্যু হয়েছে। 
একজন জনপ্রিয় গুণী শিল্পীর এই নিদারুণ একাকিত্বের মৃত্যু  বড় বেদনাদায়ক। সংগীতশিল্পী মনি কিশোরের আত্মার শান্তি কামনা করছি।


এ জাতীয় আরো খবর