চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপন
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-১০-১৭ ১৮:২০:১৩
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আলোচনা সভা এবং সঙ্গীত পরিবশেনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচালার অফিসার শাহাদত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লক কুমার মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টু।
বক্তারা লালন ফকিরের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, লালনের কর্ম নিয়ে আরও অনেক কাজ করা প্রয়োজন। তিনি বাংলা সাংস্কৃতিক অঙ্গণে নিজস্ব আলাদা স্থান করে নিয়েছেন।
আলোচনা শেষে লালন সঙ্গীত পরিবেশন করে স্থানীয় মহানন্দা সঙ্গীত নিকেতন.মূর্ছনা শিল্পীগোষ্ঠী,চাঁপাই বাউল ভক্তকুল,বিশ^ বাউল কুঞ্জ,জেলা শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে লালন ভক্তরা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।