সোমবার, মার্চ ১৭, ২০২৫

জ য়া

  • স্বপ্নীল আবাসন
  • ২০২৫-০২-১৪ ০০:২৬:১৫

চালা ভেঙ্গেছে!
না- মেঝে ভিজে নি একটুও,
যদিও থ‌ই থ‌ই বরষা ছিল-
উদোম চালা জুড়ে!

উঠোনে থকথকে কাদা আর 
মেঘলা আবহ মাখামাখি!
না- ভিটে কর্দমাক্ত হয়নি একটুও,
যদিও জল মাটির আনাগোনা ছিল-
নগ্ন উঠোনে ফাঁক ফোকরে!

বেড়ার দেয়াল খসে 
যুগল ছবি ভেসেছে অনাহুত ঢেউয়ে!
না- ফ্রেমে ঢেউ আটকায়নি একটুও,
যদিও উদ্দাম ঢেউ তোলপাড় করেছিল-
খোলা বেড়ার আদ্যোপান্ত কুঁড়ে!

হাসনাহেনার গা বেয়ে 
বন্যা এলোপাথাড়ি!
না- গোঁড়ার ভিত নড়েনি একটুও,
যদিও চালা ভেঙ্গেছে - উঠোন কাদাময় 
খসেছে যুগল ছবি-
স্বপ্নীল হাসনাহেনার আবাসন ছিঁড়ে!
 


এ জাতীয় আরো খবর