শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

অর্চনা মালাকার

  • কর্তব্য
  • ২০২৪-০৬-০৯ ২১:২৫:৪১

আমার বুকের ভেতর উঠেছে ভীষণ ঝড়
সাজানো বাগানটা বুঝি তছনছ হয়ে গেল। 
আমি কিছুই করতে পারলাম না। 

কখনো কখনো বুকে হাজার নদীর কান্না ঝরে, 
যেখানে আর মাছেরা সাঁতার কাটে না, 
তৃণভোজী প্রাণী চড়ে বেড়ায় অবাধে। 
কলসী কাঁখে গাঁয়ের বধূ যায় না আর জলকে,
সুখ-দুঃখের পাঁচালি শোনায় না নায়ের মাঝি

কত প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে আবাসস্থলের অভাবে , 
ওদের অসহায় দৃষ্টি আমাকে আহত করে। 
আমার কিছুই করার নেই।
 
পরিবেশ দূষণে দূষিত চারিদিক,
হারিয়ে গেছে প্রকৃতির ভারসাম্য। 
নেই কোনো প্রতিকার  -- কী করে  হবে ! 
আমি নিজেই তো দূষিত 
নিজেকে দূষণমুক্ত করতে না পারলে
প্রকৃতিকে দূষণমুক্ত করি কীভাবে ?

আমাদের করার মতো কিছুই কি নেই ?


এ জাতীয় আরো খবর