বুধবার, অক্টোবর ২২, ২০২৫

কিশোরগঞ্জে রুমান হত্যা মামলার প্রধান আসামী আব্দুল করিম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-১০-১৮ ১৯:৪৬:৩৮

কিশোরগঞ্জের ইটনায় হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল করিমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে আব্দুল করিমকে (৫৭) গ্রেপ্তার করে। এ ছাড়াও এ মামলার ৭নং আসামি মাসুক মিয়াকে (৪০) কিশোরগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, আসামি আব্দুল করিম দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান।
ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর গরু চুরির ঘটনা এবং জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া নামে একজন নিহত হন। নিহত রুমানের বাবা মো. জালাল উদ্দিন বাদী হয়ে আব্দুল করিমকে প্রধান আসামি করে ৭০ জনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

 


এ জাতীয় আরো খবর