বিক্ষোভের উত্তাল পরিস্থিতির মধ্যেই সরকার ভেঙে দেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা। সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান ন্তসাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রেসিডেন্ট রাজোয়েলিনা সোমবার এক ভাষণে বলেন, “দেশ এখন এমন একজন নেতার প্রয়োজন, যিনি আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবেন।”
গত তিন সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। আন্দোলনকারীরা প্রেসিডেন্টের পদত্যাগও দাবি করছেন। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের সূত্রপাত সারাদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের কারণে।
রাজধানী আন্তানানারিভোতে কারফিউ জারি করা হয়েছে, সড়কে ব্যারিকেড বসানো হলেও অস্থিরতা থামেনি। ‘জেন জি মাদাগাস্কার’ ব্যানারে হাজার হাজার তরুণ এখন রাস্তায়। তাদের স্লোগান—“রাজোয়েলিনা আউট”, “আমরা গরিব, ক্ষুব্ধ ও অসুখী”, “মাদাগাস্কার আমাদের।”
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, “জনগণের ক্ষোভ ও কষ্ট আমি বুঝতে পারছি। আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি।”
২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন রাজোয়েলিনা। ২০১৮ সালে নির্বাচিত হয়ে এবং ২০২৩ সালে পুনর্নির্বাচিত হয়ে তিনি দেশ পরিচালনা করে আসছেন। তবে সাম্প্রতিক সহিংস আন্দোলন তার জনপ্রিয়তার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মাদাগাস্কারের এই তরুণনির্ভর আন্দোলন আফ্রিকার আরও কিছু দেশে বাড়তে থাকা তরুণ অসন্তোষের প্রতিফলন। মরক্কোতেও একইভাবে দুর্বল সরকারি সেবার বিরুদ্ধে যুব সমাজ প্রতিবাদে সোচ্চার হয়েছে।
কীওয়ার্ডস:
মাদাগাস্কার বিক্ষোভ, নতুন প্রধানমন্ত্রী, রুফিন ফর্চুনাত জাফিসাম্বো, অন্দ্রি রাজোয়েলিনা, আফ্রিকা রাজনীতি