শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

কোয়ান্টাম টানেলিং ও শক্তির কোয়ান্টাইজেশনে যুগান্তকারী আবিষ্কার: পদার্থবিজ্ঞানে নোবেল তিন বিজ্ঞানীর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০৭ ২২:৫৭:৩৬
ছবি: সংগৃহীত।

চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর (ইলেকট্রিক সার্কিট) মধ্যে কোয়ান্টাম টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ তাঁদের এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক সংবাদ সম্মেলনে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, এই তিন বিজ্ঞানীর কাজ আধুনিক কোয়ান্টাম প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে, যা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং, সুপারকন্ডাক্টিং সার্কিট এবং উন্নত ইলেকট্রনিক্সের বিকাশে নতুন দিগন্ত খুলে দেবে।
তারা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-এর গবেষক এবং দীর্ঘদিন ধরে একত্রে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের পরীক্ষামূলক উন্নয়নে কাজ করছেন।
পুরস্কারপ্রাপ্ত এই তিন বিজ্ঞানী সম্মাননা হিসেবে পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা)। একাধিক নোবেলজয়ী থাকলে এই অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
এর আগে সোমবার (৬ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা ও ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য মার্কিন দুই বিজ্ঞানী ও এক জাপানি গবেষককে সেই পুরস্কার দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল গবেষণা ভবিষ্যতের কম্পিউটিং ও ন্যানোপ্রযুক্তি উদ্ভাবনের পথে এক বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

কীওয়ার্ডস:
নোবেল পুরস্কার ২০২৫, পদার্থবিজ্ঞান নোবেল, কোয়ান্টাম টানেলিং, মার্কিন বিজ্ঞানী, রয়্যাল সুইডিশ একাডেমি


এ জাতীয় আরো খবর