সোমবার, মার্চ ১৭, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • যাচ্ছে দিন
  • ২০২৫-০২-০৮ ১০:০৮:০৯

তোমরা শুধাও কেমন আছি ---
বলছি তো ভাই আছি বেশ, 
যাচ্ছে কেটে এমনি করে দিনগুলো সব
স্বপ্ন দেখেও রাত্রিটুকু হচ্ছে শেষ। 
সত্যি বলতে ভুলেই গেছি --;
ফেলে আসা দিন,
জানি না তো কেমন করে দিনের শেষে
রাত্রি আসে নিদ্রাহীন।

হঠাৎ করেই তোমার কথা পড়লো মনে
বয়েই গেল দীর্ঘ নিশাস 
তাতেই বা কী ! অবসরে রয় না মনে 
দিনক্ষণ ও তারিখ-মাস। 
বয়স তো পড়লো ষাটে, এমনি করেই জীবন কাটে
গড় আয়ুটাও হলো শেষ,
অপেক্ষাতেই আছি এখন, কখন জানি নেভে প্রদীপ
ফিরে যাবো আপন দেশ।

নাই বা হলো ঘোরাঘুরি ঘরের কোণে বসে থাকি, 
চলাচলের নেই সমস্যা যখন খুশি ছবি আঁকি। 
এমনি ভালোই সুখে আছি, সময় পেলে তাঁরে ডাকি,
আর কী চাই বলো,
জীবনটা তো কেটে গেল, কাজের নামে দিলাম শুধুই ফাঁকি।


এ জাতীয় আরো খবর