শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান নিয়োগপ্রাপ্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৩ ২১:৪৫:০৩
ছবি: সংগৃহীত।

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ সালেহ বিন ফাওজান আল ফাওজান। রাজা সালমান বিন আবদুল আজিজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে তাকে এ পদে নিয়োগ দেন।
রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৯০ বছর বয়সী শেখ সালেহ বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এই পদ গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি সৌদির শীর্ষ ধর্মীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের আল কাসিম প্রদেশে জন্ম নেওয়া শেখ সালেহ স্থানীয় এক ইমামের কাছে কোরআন অধ্যয়ন শুরু করেন। পরে তার ধর্মীয় জ্ঞান, রেডিও প্রোগ্রাম ‘নূর আলা আল দারব’ এবং ইসলামি বইয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান।
শেখ সালেহকে অতি-রক্ষণশীল ইসলামি পণ্ডিত হিসেবে বিবেচনা করা হয়। তার দেওয়া বহু ফতোয়া ও ধর্মীয় পরামর্শ সৌদি আরবের সমাজ ও আইন ব্যবস্থায় প্রভাব ফেলেছে।

কীওয়ার্ডস:সৌদি আরব, গ্র্যান্ড মুফতি, শেখ সালেহ


এ জাতীয় আরো খবর