দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিরূপণ ও প্রস্তুতি জোরদারে এক সপ্তাহব্যাপী পরিদর্শন কার্যক্রমের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে পররাষ্ট্রসেবা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ত্রুটি বা ঝুঁকি চিহ্নিত করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছেন।”
অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের নিজ নিজ দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে মূল্যায়নের আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাম্প্রতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং জানান, বর্তমানে কার্গো ও ফ্লাইট পরিচালনা স্বাভাবিক অবস্থায় রয়েছে।
কীওয়ার্ডস: অগ্নিনিরাপত্তা, প্রধান উপদেষ্টা, পরিদর্শন নির্দেশ