শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

ড্রাইভিং লাইসেন্সে বড় পরিবর্তন, বাধ্যতামূলক হচ্ছে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-২৩ ১০:৪৩:০৫

দেশে দক্ষ ও পেশাদার চালক তৈরির লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়মে লাইসেন্স পেতে হলে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলের সড়ক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন আনা হবে। প্রশিক্ষণ হবে মূল বিষয়, আর এই প্রশিক্ষণ গ্রহণের পরই কেউ লাইসেন্স পাবে। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বিআরটিসি এবং অনুমোদিত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বিআরটিএ আর লাইসেন্স প্রদানের একক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে না।”
তিনি আরও জানান, “প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জন্য প্রশিক্ষণ ভাতার ব্যবস্থাও থাকবে। পাশাপাশি শারীরিক সক্ষমতা যাচাই ও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। সড়ককে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী, সেতু সচিব মো. আবদুর রউফ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ,সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এস এম আজাদ হোসেন,ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির খান আশা প্রকাশ করেন, আগামী মাস থেকেই নতুন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা যাবে।

কীওয়ার্ডস: ড্রাইভিং লাইসেন্স, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, বিআরটিএ পরিবর্তন


এ জাতীয় আরো খবর