শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

  • ননীগোপাল বর্মন
  • ২০২৫-১০-২৩ ২০:৩৫:২৮

ঠাকুরগাঁও- 
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি — কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর ২০২৫, সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে  জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্কুল ক্যাম্পেইনসহ গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন  কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসন চত্তর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব ইসরাত ফারজানা, তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের সূচনা করেন।
বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধরের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নির্ধারিত গতিসীমা বজায় রাখলেই সড়ক হবে নিরাপদ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা এইচ এম শাহজাহান মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবাল, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর